Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দরিদ্র শিক্ষার্থীদের মোবাইল কিনতে টাকা দেবে সরকার

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় চলছে অনলাইনে পাঠদান। কিন্তু সব শিক্ষার্থী এ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, বিশেষ করে দরিদ্ররা।

তাদের বিষয়ে চিন্তা করে একটি সুযোগের সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর তা হলো- পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইস (মোবাইল) কিনে দেওয়ার পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ জন্য যেসব শিক্ষার্থীর ডিভাইস কেনার সামর্থ্য নেই, শুধু সেসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা করতে ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে ইউজিসি। এই তালিকা ২৫ আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে।

Exit mobile version