দরিদ্র শিক্ষার্থীদের মোবাইল কিনতে টাকা দেবে সরকার

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় চলছে অনলাইনে পাঠদান। কিন্তু সব শিক্ষার্থী এ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, বিশেষ করে দরিদ্ররা।

তাদের বিষয়ে চিন্তা করে একটি সুযোগের সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আর তা হলো- পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে অসচ্ছল শিক্ষার্থীদের ডিভাইস (মোবাইল) কিনে দেওয়ার পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ জন্য যেসব শিক্ষার্থীর ডিভাইস কেনার সামর্থ্য নেই, শুধু সেসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা করতে ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে ইউজিসি। এই তালিকা ২৫ আগস্টের মধ্যে দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *