Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

খুলনায় চার সোনার বারসহ আটক ১

খুলনা প্রতিনিধি :

 

খুলনায় পুলিশ চারটি সোনার বারসহ মো. রবিউল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৩০ অক্টোবর) সকালে নগরীর ঠিকরাবন্দ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লবণচরা থানা পুলিশ এ সোনার বার উদ্ধার করে।

গ্রেপ্তার রবিউল মাদারীপুর জেলার কালকিনী থানার রায়নন্দপুর মোল্লারহাট গ্রামের আলমগীর সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লীবিদ্যুৎ সমিতির পশ্চিম পাশে জিন্নাত মেডিক্যাল পয়েন্ট এর সামনে অভিযানটি পরিচালনা করা হয়।
এ ঘটনায় জড়িত ও মূলহোতাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
 
লবণচরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনার বার উদ্ধার করে।বিষয়টি তদন্ত করা হচ্ছে। 
Exit mobile version