Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা

ডিপি ডেস্ক :

 

লক্ষ্মীপুরের রামগতিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রামগতি থানায় মামলা দায়ের করেন। এতে রাকিব ওরফে রাব্বিকে অভিযুক্ত করা হয়।

থানা পুলিশ জানায়, এর আগে বুধবার দুপুরে একা ঘরে পেয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে রাকিব ধর্ষণ চেষ্টা চালায়।

অভিযুক্ত রাকিব সম্পর্কে চাচাতো দেবর। তারা উপজেলার চর বাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের বাসিন্দা।  

এদিকে মামলা দায়েরের পর বিভিন্নভাবে হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন ওই নারী। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন।

তিনি শ্বশুর-শাশুড়ি এবং দুই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন শ্বশুর-শাশুড়ি এবং ৫ বছর বসয়ী বড় মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যায়। ঘরে ওই গৃহবধূ দেড় বছরের ছেলেকে নিয়ে ছিলেন। ঘটনার সময় তার চাচাতো দেবর রাকিব ঘরে ঢুকে এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।তখন তিনি চিৎকার দিলে রাকিব পালিয়ে যায়। 
 

মামলার বাদী বলেন, রাকিবের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। বুধবার সন্ধ্যায় তার ভগ্নিপতি রিংকু এসে মামলা না করার জন্য আমাকে হুমকি দিয়ে গেছে। এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাকিব হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

 রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, ঘটনার অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এরপর সত্যতা পেয়ে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছেন। 
Exit mobile version