Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজধানীর ধানমন্ডি সীমান্ত স্কয়ারে সোনা চুরি, জড়িত সন্দেহে গ্রেপ্তার ৩

ডিপি ডেস্ক :

 

রাজধানীর ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চোরাই স্বর্ণালংকার।

 

শনিবার (১১ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।

তিনি বলেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি সোনার দোকানে ৭ মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি করে নিয়ে যায় চোররা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা দায়ের করেন।

তিনি বলেন, চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে চোরদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।তাদের কাছ থেকে কিছু চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

Exit mobile version