Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যে পাতা ত্বকের রোদে পোড়া দাগ দূর করে

নিউজ ডেস্ক : চা কমবেশি সবাই খায়। আর চা খাওয়ার পর আমরা সাধারণ ব্যবহৃত টি ব্যাগ ফেলে দেই। কিন্তু অনেকেই জানি না যে এই টি ব্যাগ রূপচর্চায় কাজে লাগে। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে এই টি ব্যাগের জুড়ি নেই।

আসুন জেনে নিন কীভাবে রূপচর্চায় চা পাতা ব্যবহার করবেন।

১. ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে চায়ের কড়া লিকার খুব ভালো কাজ করে। লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বকে চেপে নিন কয়েক বার। এভাবে ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হবে।
২. চা পাতায় থাকা ক্যাফেইন ডার্ক সার্কল দূর করতে খুবই উপকারী। এই পাতায় থাকা ট্যানিন চোখের ফোলা ভাব দূর করে। একটি টি ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে ১০ রেখে দিন। নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন।

৩. মুখ পরিষ্কার করার জন্য টোনার হিসেবে ব্যবহার করতে পারেন চায়ের লিকার। এটি তৈলাক্ত ভাব দূর করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। চায়ের লিকারে লেবুর রস মিশিয়ে ত্বকে ছিটিয়ে নিতে পারেন।

৪. গ্রিন টি ঠোঁট ফাটা দূর করে। টি ব্যাগ নিয়ে কুসুম গরম পানিতে ডুবিয়ে ঠোঁটে চেপে চেপে লাগান।

তথ্য: এনডিটিভি

Exit mobile version