Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে দুদকের কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের চার সদস্যের একটি তদন্ত দল এ অভিযান পরিচালনা করে।

কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, চিকিৎসা সেবা প্রদানে রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও ডিউটি সময়ে চিকিৎসকদের অনুপস্থিতিসহ এমন অভিযোগের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, সব বিষয়ের নথিপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থাগ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।

Exit mobile version