মটো কর্নার ডেস্ক :
দেশের মোটরযান সংক্রান্ত সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ নিল সরকার। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকে মোটরযানের কিউআর (QR) কোড সম্বলিত ডিজিটাল ট্যাক্স টোকেন বা ‘ই-ট্যাক্স টোকেন’ চালু সম্পর্কিত এক পরিপত্র জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক জারি করা পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে মোটরযানের ট্যাক্স টোকেন নবায়ন বা নতুন ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (BRTA) সার্ভিসেস পোর্টাল থেকে প্রস্তুতকৃত কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন সনদ ব্যবহার করতে হবে।
মূল নির্দেশনা ও সুবিধা:
১. তাৎক্ষণিক যাচাই: ই-ট্যাক্স টোকেন একটি ডিজিটাল সনদ হওয়ায় কিউআর কোড স্ক্যানার দিয়ে এটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে। এতে ট্যাক্স টোকেন নিয়ে সৃষ্ট যেকোনো জালিয়াতি রোধ করা সহজ হবে।
২. স্বচ্ছতা বৃদ্ধি: নতুন এই পদ্ধতি ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি করবে।
৩. নবায়ন প্রক্রিয়া: গ্রাহকগণ অনলাইনে অর্থ পরিশোধ করার পর BRTA সার্ভিসেস পোর্টাল থেকে এই প্রত্যয়নপত্র (ই-ট্যাক্স টোকেন) সংগ্রহ করতে পারবেন।
৪. অবিলম্বে কার্যকর: এই পরিপত্র জারির তারিখ অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকেই অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে ট্যাক্স টোকেন জাল হওয়ার সুযোগ আর থাকবে না, যা সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক ভূমিকা রাখবে। জাল টোকেন ব্যবহার ও অন্যান্য সংশ্লিষ্ট জালিয়াতি প্রতিরোধে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

