অনলাইন ডেস্ক :
গত কয়েকদিনে সারা দেশে তীব্র শীত পড়ছে। ফলস্বরূপ, অনেকেই পানি গরম করার জন্য গিজার, হিটার বা বৈদ্যুতিক রড, যা ইমারশান রড নামেও পরিচিত, তা ব্যবহার করেন। এই ওয়াটার হিটারের বৈদ্যুতিক রড বেশ বিপজ্জনক হতে পারে।প্রায় সময়ই এমন দুর্ঘটনার কথা সংবাদমাধ্যমগুলোতে দেখা যায়।

