শীতে পানি গরম করতে হিটার রড ব্যবহারে যেসব সতর্কতা

অনলাইন ডেস্ক :

 

গত কয়েকদিনে সারা দেশে তীব্র শীত পড়ছে। ফলস্বরূপ, অনেকেই পানি গরম করার জন্য গিজার, হিটার বা বৈদ্যুতিক রড, যা ইমারশান রড নামেও পরিচিত, তা ব্যবহার করেন। এই ওয়াটার হিটারের বৈদ্যুতিক রড বেশ বিপজ্জনক হতে পারে।প্রায় সময়ই এমন দুর্ঘটনার কথা সংবাদমাধ্যমগুলোতে দেখা যায়।

এর পেছনে কারণ হতে পারে নিম্নমানের হিটার বা অসতর্কতা। এ ছাড়া বৈদ্যুতিক ওয়াটার হিটার রড বা গিজারের সঙ্গে সঠিক আর্থিং ব্যবহার করা উচিত। আর্থিং তারটি না থাকলে তীব্র বৈদ্যুতিক শক লাগতে পারে।গিজার বা বৈদ্যুতিক রড ব্যবহার করলে সব সময় একটি আরসিসিবি/ইএলসিবি ইনস্টল করুন।শুধু গিজার বা বৈদ্যুতিক রড লাইনে ৩০এমএ আরসিসিবি/ইএলসিবি  ব্যবহার করুন।

গরম পানি ব্যবহার করার আগে রডটি খুলে ফেলতে ভুলবেন না। এতে শর্ট সার্কিটের সম্ভাবনা দূর হয়। কারণ শর্ট সার্কিট হলে আরো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে।বৈদ্যুতিক গিজার বা বৈদ্যুতিক রডের তারগুলো সঠিকভাবে পরীক্ষা করা উচিত। তারের ক্ষতি হলে বড় সমস্যা হতে পারে।ভেজা হাতে সুইচ অন বা অফ করবেন না, কারণ এতে শক লাগার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *