Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যে ৫ খাবার শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

অনলাইন ডেস্ক : শিশুর যত্নে আমরা কত কিছুই না করি। তবে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্যতালিকাতেও একটু নজর দেওয়া উচিত।

শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে তালিকায় রাখতে পারেন এই ৫ খাবার।

ফল ও শাকসবজি: সব ঋতুর শাকসবজি ও ফলে প্রচুর গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন পাওয়া যায়।  এই খাবারগুলোতে ক্যালরির পরিমাণ কম থাকে। তবে ভিটামিন এ এবং সি প্রচুর থাকায় এগুলো শিশুদের রোগপ্রতিরোগ ক্ষমতা বাড়িয়ে দেয়। দৈনন্দিন খাদ্যতালিকায় পেয়ারা, কমলা, পেঁপে, বেরি এবং মিষ্টি কুমড়া, পেঁয়াজ, সবুজ শাকসবজি রাখতে হবে।

টকদই: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের শক্তিশালী করে টকদই। এতে থাকা প্রদাহ বিরোধী উপাদান আমাদের সুরক্ষা করে। স্বাস্থ্যকর এই খাবারে থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান মজবুত এবং স্বাস্থ্যসম্মত হাড় গঠনে সহায়তা করে।

প্রাণিজ উৎসের প্রোটিন: প্রাণিজ উৎস থেকে পাওয়া প্রোটিনে প্রচুর অ্যামিনো অ্যাসিড রয়েছে যা দেহের কোষের সুরক্ষা করে। এই প্রোটিন পাওয়া যায় মাছ, পোলট্রি, পনির, ডিম এবং দুধে। এছাড়া শস্যজাতীয় সবজির মধ্যে প্রোটিন রয়েছে সয়াবিন, রাজমা, ছোলা প্রভৃতিতে।

বাদাম: আখরোট এবং কাজুবাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা শরীরে অসুস্থতা প্রতিরোধ করে। সিরিয়াল বা নাশতায় মিশিয়ে খেতে পারেন আখরোট।

মসলাজাতীয় খাবার: রসুন, আদা, হলুদ প্রভৃতি মসলায় রয়েছে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি রক্তে শ্বেত কণিকা উৎপাদন করতে সহায়তা করে। রসুন সর্দি এবং ফ্লু উপসর্গ প্রতিরোধে সাহায্য করে।

Exit mobile version