

অনলাইন ডেস্ক :
দেশে উৎপাদন হওয়ায় পানির ফিল্টার আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। তাই গৃহস্থালিতে ব্যবহৃত পানির ফিল্টারের দাম বাড়তে পারে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গৃহস্থালিতে ব্যবহারযোগ্য পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা যেতে পারে। এতে পানির ফিল্টারের মোট করভার ৩৭ শতাংশ হবে।
আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা।















