

অনলাইন ডেস্ক :
সোমবার সকাল ৮ টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হলো।
সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ১৬ থেকে ৪০ বছর বয়সী মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে ও মারা যাচ্ছেন। ডেঙ্গুতে পুরুষ আক্রান্ত বেশি হলেও মৃত্যু বেশি নারীর।আক্রান্ত মানুষের ৫৮ শতাংশ ঢাকা শহরের বাইরের। তবে মৃত্যুর ৭০ শতাং হচ্ছে ঢাকায়।
গত এতদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৯২ জন, ঢাকা বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ১৪৯, খুলনা বিভাগে ১০১, বরিশাল বিভাগে ৭৭, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৩১, রংপুর বিভাগে ২৪ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন । বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮১৮ জন।













