অতিরিক্ত আইজিপির দায়িত্বে আরো ৫ ডিআইজি

অনলাইন ডেস্ক :

 

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আকরাম হোসেনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু নাছের মোহাম্মদ খালেদকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মোস্তফা কামালকে পিবিআইয়েরে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদকে ওই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাতউল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকায় বদলি করা হয়েছে।

 

এর আগে ২ অক্টোবর পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *