একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক সঙ্কুচিত হবে না : প্রণয় ভার্মা

অনলাইন ডেস্ক :

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে বৈঠক করে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা। বেলা ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। ২৫ মিনিট বৈঠকের পর বেরিয়ে আসেন প্রণয় ভার্মা।

এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কবহুমুখী এবং বিস্তৃত হোক, কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।

প্রণয় ভার্মা বলেন, আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, আমরা পারস্পরিকভাবেই দুই দেশ নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্যে দিয়ে দুই দেশ লাভবান হচ্ছে। যেমন বিদ্যুৎ সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ অনেক পজিটিভ উন্নয়ন উদ্যোগ আমাদের আছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে কলকাতা, আগরতলা ও মুম্বাইয়ের বাংলাদেশ মিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *