৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

অনলাইন ডেস্ক :

 

আজ সোমবার (১৯ মে) সন্ধ্যা থেকে শুরু করে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, টানা পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের কয়েকদিন ধরে চলা তীব্র গরম কিছুটা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৯ মে): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-একটি এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

মঙ্গলবার (২০ মে): একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি বেশি হতে পারে। দেশের অন্য অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হবে।

বুধবার (২১ মে): রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে বেশি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও থাকবে ঝড়বৃষ্টি। দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২২ মে): সারাদেশের প্রায় সব বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা একটু বাড়বে।

শুক্রবার (২৩ মে): সপ্তাহের শেষ দিনে প্রায় একই ধাঁচের আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে। তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী সপ্তাহজুড়ে থাকতে পারে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে।

এসময় আবওহাওয়া অফিসের বিশেষ কিছু পরামর্শ :

১. বাইরে বের হলে সঙ্গে ছাতা বা রেইনকোট রাখা জরুরি।
২. বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করুন।
৩. কৃষিকাজ, ভ্রমণ ও জলপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *