রাজধানীর গেন্ডারিয়ায় ১৪৫ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক :

 

রাজধানীর গেন্ডারিয়ায় ১৪৫ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ সজল (৩৪) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত সজল গেন্ডারিয়ার ৪৯ শরাফৎগঞ্জ লেনের সেলিম রেজার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) পরিচালক মনজুরুল ইসলাম।

 

তিনি জানান, অভিযানে ১৪৫ বোতল বিদেশি মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) সূত্রাপুর সার্কেল এ অভিযান চালায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *