

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সংশ্লিষ্টদের মতে, উপদেষ্টা নিয়োগের মাধ্যমে টাস্কফোর্সের কাজ আরো গতিশীল ও ফলপ্রসূ হবে।
এ ছাড়া ব্যাংকিং পেশাজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পেশাগত সনদ পরীক্ষায় (প্রফেশনাল এক্সাম) উত্তীর্ণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ানোর প্রস্তাবও সভায় গৃহীত হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবসরের সময় প্রদেয় উপহারের বরাদ্দ বৃদ্ধি, পদবির কিছু পরিবর্তন এবং বর্ধিত চিকিৎসা সুবিধার আওতায় বিল পুনর্ভরণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।










