টাস্কফোর্সে দুই উপদেষ্টা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক :

 

অর্থপাচার ও লোপাট অনুসন্ধানে গঠিত টাস্কফোর্সের কার্যক্রম আরো গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকে দুটি উপদেষ্টা পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সনদ পরীক্ষায় উত্তীর্ণ হলে আর্থিক পুরস্কার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সভা সূত্রে জানা গেছে, নতুন দুটি পদ হচ্ছে—‘অ্যাডভাইজার টু দ্য গভর্নর অ্যান্ড অ্যাসেট রিকভারি টাস্কফোর্স’ এবং ‘অ্যাডভাইজার টু দ্য গভর্নর অ্যান্ড টাস্কফোর্স’। এ পদগুলো অস্থায়ী ভিত্তিতে তৈরি করা হচ্ছে এবং খুব শিগগিরই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, উপদেষ্টা নিয়োগের মাধ্যমে টাস্কফোর্সের কাজ আরো গতিশীল ও ফলপ্রসূ হবে।

এ ছাড়া ব্যাংকিং পেশাজীবীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পেশাগত সনদ পরীক্ষায় (প্রফেশনাল এক্সাম) উত্তীর্ণ কর্মকর্তা-কর্মচারীদের জন্য আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়ানোর প্রস্তাবও সভায় গৃহীত হয়েছে।

বোর্ড সভায় আলোচিত অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল ব্যাংক রেজুলেশন ফান্ডের কাঠামো নির্ধারণ, অর্থায়ন ও ব্যবহারবিধি।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অবসরের সময় প্রদেয় উপহারের বরাদ্দ বৃদ্ধি, পদবির কিছু পরিবর্তন এবং বর্ধিত চিকিৎসা সুবিধার আওতায় বিল পুনর্ভরণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *