

অনলাইন ডেস্ক :
সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানীসহ দেশের জেলাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা টহল চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানেও অংশ নিচ্ছে সেনারা। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এরপরই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বাহিনীটি। বাড়ানো হয় টহলসহ অভিযান। গতকাল বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে সেনাবাহিনীর টহল দেখা যায়।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।
গত এক মাসে আটক হয় ২ হাজারের বেশি। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ হাজার ৪৮৫ জনকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে।
পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৪ : সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৩০ জন এবং অন্যান্য ঘটনায় ৬১৪ জন রয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি পিস্তল, একটি দেশি শুটারগান, তিনটি দেশি এলজি, তিনটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। পুলিশের বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

















