ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক :

 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষণা করা হয়েছে টানা ১০ দিনের ছুটি। ঈদের ছুটি শুরু হবে ৫ জুন থেকে। চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময়ে ব্যাংকিং সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সব ব্যাংককে তাদের নিজস্ব এবং অংশীদার প্রতিষ্ঠানের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সরবরাহ করতে হবে। বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে যখন নগদ টাকার চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন যেন কোনো বুথে টাকা শেষ না হয়ে যায়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করতে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস যেন নিরবচ্ছিন্নভাবে সচল থাকে, তার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির সময় প্রতিটি ব্যাংকে একটি বিশেষ টিম প্রযুক্তি সহায়তা দিতে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।

 বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি ব্যাংককে তাদের গ্রাহকদের উদ্দেশে সেবা চালু থাকার বিষয়টি এসএমএস, ওয়েবসাইট, অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে, যেন মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য জানতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *