

অনলাইন ডেস্ক :
দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজারে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাত বিষয়ক এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে অতিক্রম শেষে বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
সতর্কবার্তায় আরও বলা হয়, অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলে ঝুঁকি বেশি।
এছাড়া ভারী বর্ষণের ফলে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু অংশে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

















