রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে

অনলাইন ডেস্ক :

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদ সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। সোমবার পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। 

বার্তায় বলা হয়, সোমবার দুপুর ৩টা ৩২ মিনিটের সময় ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ সফলভাবে চালু করার মধ্য দিয়ে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন সক্ষমতার মাইলফলক স্পর্শ করে পাওয়ার গ্রিড। এর মাধ্যমে পারমানবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জিত হলো।

রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনের দৈর্ঘ্য ১৫৮ কিলোমিটার (প্রায়)। টাওয়ার সংখ্যা ৪১৪টি।

বার্তায় আরো বলা হয়, ইতিপূর্বে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরো দুটি হাইভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল। ২০২২ সালের ৩০ জুন ‘রূপপূর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু করা হয়।

রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট ৩টি লাইন প্রস্তুত হলো, যার প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২০০০ মেগাওয়াট।
দেশের প্রথম পারমানবিক কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *