

অনলাইন ডেস্ক :
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছরের মতো এ বছরও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সারা দেশে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে।
আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার বলেন, গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান এবং বিনোদন কেন্দ্রগুলোতে স্ট্যাটিক টহল বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; যাতে করে সাধারণ জনগণ উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে।
















