ব্যাংক বন্ধ থাকবে ৫ আগস্ট

অনলাইন ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (সোমবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি অফিস-আদালতের মতোই ব্যাংকগুলোও এদিন ছুটির আওতায় থাকবে। ব্যাংক লেনদেন বা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *