৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক :

কোটি মানুষের পাশে স্লোগানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার এবং সাধারণ জনগণের মধ্যে ভরতুকিমূল্যে বিক্রির জন্য অনলাইনে টিসিবি’র ডিলার নিয়োগ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

তৃতীয় পর্যায়ে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ৩ আগস্ট হতে ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

সারা দেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই সেসব জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য www.tcb.gov.bd ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *