সাইবার হামলার আশঙ্কা, মাইক্রোসফট ব্যবহারকারীদের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক :

 

বিশ্বজুড়ে প্রযুক্তি নির্ভরতা যত বাড়ছে, ততই বেড়ে চলেছে সাইবার অপরাধের ঝুঁকি। এবার মাইক্রোসফটের বিভিন্ন পণ্যে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। সেই ত্রুটিকে কাজে লাগিয়ে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে। 

ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি) এক সতর্কবার্তায় জানিয়েছে, ব্যবহারকারীরা যদি সময়মতো সফটওয়্যার আপডেট না করেন তবে হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও গোপন তথ্য চলে যেতে পারে। এমনকি সাইবার হামলার ফলে পুরো সিস্টেম বিকল হয়ে যেতে পারে।

কোন কোন পণ্যে ঝুঁকি?
সিইআরটির প্রকাশিত তালিকা অনুযায়ী, মাইক্রোসফটের নিরাপত্তাজনিত দুর্বলতা কেবল একটি বা দুইটি পরিষেবায় সীমাবদ্ধ নয়। বরং বহু জনপ্রিয় পণ্যে ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১-এর সব সংস্করণ।অফিস স্যুট: ওয়ার্ড, এক্সেল, আউটলুকসার্ভার সফটওয়্যার: মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার, এসকিউএল সার্ভারইন্টারনেট ব্রাউজার: মাইক্রোসফট এজ
নিরাপত্তা ও যোগাযোগ টুলস: মাইক্রোসফট ডিফেন্ডার, মাইক্রোসফট টিমস।ক্লাউড সেবা: অ্যাজুরে এবং সংশ্লিষ্ট অ্যাপস।

এসব পণ্যের দুর্বলতাকে হ্যাকাররা টার্গেট করে সাইবার আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য ক্ষতি হতে পারে 
এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমের দখল নিতে পারে। ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য বা গোপন নথি ফাঁস হয়ে যেতে পারে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে সরকারি বা বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও।

সিইআরটি ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে—
সব সময় সর্বশেষ সফটওয়্যার সংস্করণ ব্যবহার করুন
নতুন আপডেট পাওয়া মাত্রই ইনস্টল করুন
নিয়মিত ডিভাইসের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন
সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
মাইক্রোসফটের বিভিন্ন পণ্যে পাওয়া এই নিরাপত্তা ত্রুটি সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের জন্যও সমান ঝুঁকি বয়ে আনতে পারে। তাই সতর্ক থাকা এবং দ্রুত সফটওয়্যার আপডেট করাই এখন সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *