দেশের ৫ বিভাগে ভারী-বৃষ্টিপাতের আভাস

অনলাইন ডেস্ক :

 

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি বিভাগ—রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এতে করে অন্তত ১০টি জেলার নদী তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে পানিতে তলিয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর এবং বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বঙ্গোপসাগর এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করছে একটি ‘রেইন বেল্ট’। এটি দেশের দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। ফলে এসব এলাকায় স্বাভাবিক বৃষ্টির তুলনায় বেশি ও লাগাতার বৃষ্টিপাত হতে পারে।

২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধাপে ধাপে বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। বৃষ্টির প্রভাবে নদ-নদীর পানি হঠাৎ বেড়ে যেতে পারে, যার ফলে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০টি জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রেইন বেল্ট সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এই তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বেশি। ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টির প্রভাব মাঝারি হতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে।

বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিশেষ কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান বৃষ্টিপাতের সময় দেশের কোথাও বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই। তবে উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইতে পারে। নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সর্তকতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বৃষ্টির এ ধারা শুক্র, শনি ও রোববার পর্যন্ত চলবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ২২, ২৩ ও ২৪ আগস্ট—এই তিন দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে ২৫ আগস্টের পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদফতর।

তাপমাত্রা বিষয়েও জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির প্রভাব কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *