

অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় ২ হাজার ৩৩৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হয়েছে।
চেয়ারম্যান পদে কারা থাকবেন—এ বিষয়টি নিয়েও আলোচনা চলছে। প্রাথমিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান-কে ইউনাইটেড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়; বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।একীভূতকরণের ফলে নতুন ব্যাংকটির শাখা সংখ্যা ৭৬০টিতে উন্নীত হবে।
বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইউনাইটেড ইসলামী ব্যাংকের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে আরো কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব কিছু সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।














