

ডিপি ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর (পুরাতন মহানন্দা সেতু) টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাচারকালে ৯৮ বোতল ফেনসিডিলসহ চালক তরিকুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
র্যাব জানায়, সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে জেলার শিবগঞ্জ উপজেলার দিক থেকে আসা অটোরিকশাটিকে থামার সংকেত দিলে চালক তা অগ্রাহ্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় ধাওয়া করে সিএনজি ও চালককে আটক করা হয় এবং ৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।আটক চালকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজিচালিত অটোরিকশায় করে শিবগঞ্জ থেকে রাজশাহীতে ফেনসিডিল পাচারের গোপন খবর পেয়ে অস্থাযী চেকপোস্ট বসায় র্যাব। চেকপোস্টে ফেনসিডিলসহ গ্রেপ্তার হন অটোরিকশাচালক মাদক কারবারি তরিকুল। এ ঘটনায় সদর থানায় মামলা দিয়ে আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

















