দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৩৮০

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮০ ডেঙ্গু রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৭৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তাই চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ১০৫ জনই আছে।

সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৫৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ২৫ হাজার ৩৭৬ জন রোগী ছাড়পত্র পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *