১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

অনলাইন ডেস্ক :

রূপগঞ্জের পূর্বাচলে আর মাত্র পাঁচ দিন পর বসছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। ইপিবি সূত্রে জানা গেছে, জানুয়ারির ১ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের বাণিজ্যমেলায় বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ স্কয়ার।

আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে মাসব্যাপী চলবে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক এই আয়োজন।

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এবারের মেলার আয়োজন করেছে। 

নাম পরিবর্তনের সিদ্ধান্ত টেকেনিএবার মেলার নাম থেকে আন্তর্জাতিক শব্দটি বাদ দিয়ে শুধু ঢাকা বাণিজ্য মেলা রাখার একটি প্রস্তাব উঠেছিল। গত ১৮ আগস্ট ইপিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও পরে বাণিজ্য মেলার স্টিয়ারিং কমিটিতে প্রস্তাবটি অনুমোদন পায়নি।

ফলে শেষ পর্যন্ত মেলার নাম থাকছে আগের মতোই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

ইপিবি জানায়, মেলা উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দেশ ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরবেন।

বাংলাদেশ স্কয়ার বিশেষ আকর্ষণএবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ স্কয়ার।

এই প্রাঙ্গণে দর্শনার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্জন সম্পর্কে জানতে পারবেন। আয়োজকদের মতে, বাণিজ্যের পাশাপাশি দেশকে জানার একটি জানালা হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশ-বিদেশি অংশগ্রহণ, স্টল ৩৫০-এর বেশি
ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশি ও বিদেশি মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেবে। সম্ভাব্য অংশগ্রহণকারী দেশের তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ একাধিক দেশ। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিকিট ৫০ টাকা, থাকছে ই-টিকিটিংদর্শনার্থীদের জন্য ই-টিকিটিং সুবিধা চালু থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য মেলায় রাখা হচ্ছে দুটি শিশুপার্ক, যা পরিবার নিয়ে আগত দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে।

২০২২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলের বিবিসিএফইসিতে নিয়মিত আয়োজন করা হচ্ছে। আধুনিক অবকাঠামো, প্রশস্ত স্থান ও যোগাযোগ সুবিধার কারণে এই ভেন্যুতে মেলার পরিসর ও মান দুটোই বেড়েছে।

সব মিলিয়ে, নতুন বছর শুরু হতে যাচ্ছে বাণিজ্য, বিনিয়োগ ও বিনোদনের সম্মিলিত উৎসব দিয়ে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে ইতোমধ্যেই ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *