ন্যাশনাল ডেস্ক : মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল।