

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে পুরো ক্রীড়াজগত। সব ধরণের খেলাই বন্ধ রয়েছে। তবে ইউরোপের ফুটবল খেলুড়ে বড় চারটি দেশ (ইতালি, স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্স) আবার তাদের দেশের ঘরোয়া ফুটবল চালু করার জন্য উঠে-পড়ে লেগেছে।
কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বরের আগে কোনোভাবেই ফুটবল শুরু করা উচিৎ হবে না। ফলে মাঠে খেলা গড়ানোর অপেক্ষাটা হয়তো আরও লম্বা হতে পারে।
ফিফা মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি’হোগ বিশ্বাস করেন, ১ সেপ্টেম্বরের আগে খেলাটি শুরু করা ঠিক হবে না।
স্কাই স্পোর্টসকে ডি’হোগ বলেন, প্রতিযোগিতামূলক ফুটবল ফেরানোর জন্য বিশ্ব এখনও প্রস্তুত না। আশাকরি এটা দ্রুতই শেষ হবে, তবে আমাদের আরও ধৈর্য ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আমরা সবচেয়ে নাটকীয় সময় পার করছি, এটাকে আমাদের ছোট করে দেখা ঠিক হবে না। আমাদের বাস্তবধর্মী হতে হবে।