

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে আরো ১২ জন করোনা পজিটিভ রোগী বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৭৪ জন শনাক্ত হলো।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত ৩০ মে পাঠানো ১২২টি স্যাম্পলের রিপোর্ট বুধবার রাতে তিনি হাতে পেয়েছেন। যার মধ্যে ১২ জন করোনা পজিটিভ। এর মধ্যে সদর উপজেলার চন্দনীর একজন পুরুষ এবং হোগলাবাদী গ্রামে একজন পুরুষ এবং গোয়ালন্দের ওসিমুদ্দিন পাড়ার ১০ জন। তার মধ্যে ৬ জন নারী। গোয়ালন্দের ওই গ্রামে ইতিপূর্বে একজন করোনা পজিটিভ রোগী পাওয়া যায়। যে কারণে সেখানে বসবাস করা অন্যান্যদের স্যাম্পল সংগ্রহ করা হয়।
তিনি আরো বলেন, জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭৪ জন। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১৩ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ভর্তি এবং অন্যরা হোম আইসোলেশনে তাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, সারা দেশের মতো আমাদের রাজবাড়ীতেও হয়ত আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে। সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা সম্ভব হবে না। আসলে কোনো দরকারও নেই। আমরা কিছু রোগী বাড়িতে রেখেই চিকিৎসা করতে চাই। এজন্য পাড়া প্রতিবেশী ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতা গুরুত্বপূর্ণ। সামাজিক ভীতি তৈরি করবেন না। স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও পুলিশ আপনাদের পাশে আছে।










