

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে চলতি বছর অনিরাপদ ডাটাবেজ থেকে কমপক্ষে ২৬ মিলিয়ন ছোট টেক্সট মেসেজ (এসএমএস) হ্যাক হয়েছে। এরমধ্যে গ্রাহকদের বিশেষ কিছু মেসেজ রয়েছে।যেমন,পাসওয়ার্ড নবায়নের তথ্যাবলি, শিপিং নোটিস,এ্যাডব এ্যাথেনটিকেশন কোড ইত্যাদি।
এসব ডাটাবেজ তৈরি করে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে অবস্থিত ভক্সোস নামের কমিউনিকেশন কোম্পানি। আরও রহস্যজনক বিষয় হলো, এ কোম্পানির ডাটাবেজের পাসওয়ার্ড সুরক্ষিত নয়। যে কারণে হ্যাকারদের অনুপ্রবেশ সহজ হয়েছে। আর এ ত্রুটি ফাঁস করেছেন বার্লিনের নিরাপত্তা গবেষক সেবাস্তিয়ান কাউল।
নিরাপত্তা গবেষক কাউল জানান, এ কোম্পানির ডাটাবেজের পাসওয়ার্ড তো সুরক্ষতিই ছিল না বরং বিভিন্ন নাম ও মোবাইল নাম্বারের মাধ্যমে তা খুঁজে পাওয়া যেত। এমনকি এসব ডাটাবেজে গুগল , মাইক্রোসফ এবং এ্যামাজনের মত কোম্পানির গ্রাহকের মেসেজ ছিল। আরও উদ্ব্যেগের বিষয় হলো, এসব ত্রুটি ধরা পড়ার পরও কোম্পানি কাজ চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে ভক্সোস কোম্পানি ডাটাবেজের কাজ বন্ধ করে দেয় এবং বর্তমান সময়ে রেকর্ডহারে মেসেজ হ্যাকের কথা স্বীকার করে। এবং বিষয়টি নিয়ে গবেষণার প্রতিশ্রুতি দেয়।














