যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার বাহাদুরপুর বাজারে একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। উদ্ধার হওয়া সোনার দাম দুই কোটি একচল্লিশ লাখ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। বাসটি শরিয়তপুর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ ঘটনায় মুন্সিগঞ্জের গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার, ব্রাম্মনবাড়িয়ার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা এবং ঢাকার গেন্ডারিয়া থানার কালীগঞ্জ সাহা রোড এলাকার পংকজ দত্তকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।