

অনলাইন ডেস্ক :
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) চুক্তিভিত্তিক নিযুক্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনকে পুনরায় ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহাম্মদ অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ আদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তার চাকরির এক বছরের চুক্তি মেয়াদ শেষ হয়। এর আগেও মুক্তিযোদ্ধা কর্মকর্তা হিসেবে তিনি অতিরিক্ত এক বছর চাকরি করেন।