ন্যাশনাল ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে আটটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। এক সময়ের দাপুটে সেনাশাসক এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন ধরে সিএমএইচে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সময় যাচ্ছিলো তার।