বাজুস মেলা শুরু ৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক :

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) উদ্যোগে দেশে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাজুস ফেয়ার-২০২৪’। তিন দিনের এই মেলা আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় এই আয়োজনটি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল নবরাত্রিতে অনুষ্ঠিত হবে।

 

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা।

পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ মূল্যের বিনিময়ে ক্রেতা-দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে বাজুস ফেয়ার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল বাস্তবায়নের লক্ষ্যে বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পরিকল্পনায় দেশের ইতিহাসে তৃতীয়বারে মতো বাজুস ফেয়ার-২০২৪ আয়োজন করা হচ্ছে। এই জুয়েলারি মেলা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে বাজুস।

 

বাজুস আশা করছে- বাজুস ফেয়ার-২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশর নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *