

অনলাইন ডেস্ক :
সম্প্রতি সামাজিক মাধ্যমে রীতিমতো আলোড়ন তৈরি করেছেন বিক্রান্ত ম্যাসি অভিনীতি চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেইল’। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা এক্স (টুইটার), প্রশংসার ফুলঝুরি যে চলচ্চিত্রকে ঘিরে, সেটি ‘টুয়েলভথ ফেইল’। সিনেমাপ্রেমীদের পজিটিভ রিভিউ এবং সমালোচকদের তুমুল প্রশংসায় মনোমুগ্ধকর চলচ্চিত্রটি এবার বিশ্বের মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম আইএমডিবের রেটিংয়েও জাদু দেখিয়েছে।
বিধু বিনোদ চোপড়া পরিচালিত সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। আরো রয়েছেন মেধা শঙ্কর, অনন্ত জোশি, আংশুমান পুস্কার ও প্রিয়ানসু চ্যাটার্জির মতো অভিনেতা। মাত্র ২০ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে ৬৬ কোটির বেশি। হলে দর্শকপ্রিয়তা পাওয়ায় ২৯ ডিসেম্বর মুক্তি দেওয়া হয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।