দেশের বাজারে টানা ৮ম দফায় কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক :

 

দেশে ফের কমল স্বর্ণের দাম। আজ বৃহস্পতিবার টানা অষ্টম দফায় ধাতব বস্তুটির দরপতন হলো। নতুন মূল্যে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ৮৭৮ টাকা কমানো হয়েছে। 

 

এর আগে ২১ এপ্রিল শেষ বারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা, যা আগামীকাল শুক্রবার থেকে পাওয়া যাবে এক লাখ ৯ হাজার ১৬৩ টাকায়।

 

আজ বৃহস্পতিবার একই মানের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১১ হাজার ৪১ টাকা।

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বিকাল ২২ ক্যারেটের স্বর্ণের দাম নতুন এ দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল শুক্রবার থেকে এই দাম কার্যকর হবে। একইসঙ্গে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।

 

আগামীকাল শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৩৫৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য আট হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৬৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৩৬৮ টাকা, যা আজ বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৮৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৭৯০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৪৭৮ টাকা।

 

স্বর্ণের দাম কমলেও রূপার দামে নেই পরিবর্তন। সেই হিসেবে আগের দিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য ১১০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *