শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ডিপি ডেস্ক :

 

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বৃহস্পতিবার। সকাল ৮টায় সকল মন্দিরে নব পত্রিকা স্থাপন ও সপ্তমী বিহীত পূজা সম্পাদন হবে। সন্ধ্যায় ঢাকের তালে তালে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল ছিল ষষ্ঠী পূজা। নগরীর দোলখোলা শীতলাবাড়ি ঠাকুরানী মন্দিরে সকালে ভক্তবৃন্দকে অঞ্জলি প্রদান করতে দেখা যায়। সন্ধ্যায় সকল মন্দিরে দর্শকদের সমাগম ঘটে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকাল আজ বৃহস্পতিবার ও আগামী রবিবার দুই দিন সরকারি ছুটি ঘোষণা করেছে।

হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনব্যাপী দুর্গোৎসব গতকাল বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় রূপসা শ্মশান কালী মন্দিরে দুর্গা মন্ডপের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্মশানকালী মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথের পরিচালনায় মহাশ্মশান ও শ্মশানকালী মন্দির পূজা কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার মহাষ্টমী ও মহানবমী একই দিনে অনুষ্ঠিত হবে।

পূজা উদ্যাপন পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এ প্রতিবেদককে বলেন, শান্তিপূর্ণ ও কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে  শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। মন্দিরে দর্শকদেরও সমাগম ঘটতে শুরু করেছে। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। আগামী শনিবার দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ এ ধর্মীয় অনুষ্ঠান।

 

ষষ্ঠীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার ধুম। ষষ্ঠী পূজায় সকালে ঢাকেশ্বরী মন্দিরে মানুষের ঢল নামে। শিশু-কিশোরসহ সব বয়সি মানুষ আনন্দে মেতে ওঠে। ঢাকেশ্বরী মন্দির ছাড়াও ষষ্ঠী পূজা হয়েছে রামকৃষ্ণ মঠ, রমনা কালীমন্দির মণ্ডপ, বনানী মাঠ, জগন্নাথ হল মণ্ডপ, বরদেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, রামসীতা মন্দিরে। সনাতন ধর্মাবলম্বীদের পদচারণে সকাল থেকেই এসব মন্দির, মণ্ডপ ছিল মুখরিত। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা সর্বজনীন পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, প্রতি বছরের মতো এবারও জমজমাট আয়োজনে চলছে দুর্গাপূজা। আলোক ছটায় সেজে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ। সকালে ষষ্ঠী তিথিতে পূজা সম্পন্ন হয়েছে। নতুন পোশাক পরে নারী-শিশুসহ বিভিন্ন বয়সি মানুষ শামিল হয়েছে উদযাপনে। এবার দেবী দুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে। বিসর্জনের পর দেবী ফিরে যাবেন ঘোটক বা ঘোড়ায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, এবার সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে ২৫২টি মণ্ডপ-মন্দিরে দুর্গাপূজা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *