

অনলাইন ডেস্ক :
সংবাদমাধ্যম দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এসংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।
নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।
১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বাংলা দৈনিক ভোরের কাগজ।
অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধ করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন সংবাদকর্মীরা। এ বিষয়ে মালিকপক্ষের কাছে তিন দফা চিঠি পাঠালেও কোনো সাড়া মেলেনি বলে জানান তারা।
(খ) উপধারায় বলা হয়েছে, যদি উক্তরূপ বন্ধের আদেশ কর্মসময়ের পরে দেওয়া হয়, তাহা হইলে পরবর্তী কর্মসময় শুরু হওয়ার আগে মালিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শাখার নোটিশ বোর্ডে বা কোন প্রকাশ্য স্থানে নোটিশ সাঁটিয়া বা লটকাইয়া দিয়া উক্ত বিষয়ে সংশ্লিষ্ট শ্রমিকগণকে অবহিত করিবেন।














