সচিবালয় ও আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধের নির্দেশনা মেনে চলার আহ্বান ডিএমপির

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ সচিবালয় ও আশেপাশে এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 
গতকাল সোমবার (২৬ মে) ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের জারি করা গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ রয়েছে। এমন অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *