গাজার রাফায় ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩০ জন

অনলাইন ডেস্ক :

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১৫ জনের বেশি মানুষ।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ডব্লিউএএফএ এবং হামাস-ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো রবিবার এই তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারভিত্তিক মানবিক সংস্থা জিএইচএফ, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশেরই সমর্থনপুষ্ট, সম্প্রতি গাজায় কার্যক্রম শুরু করেছে। তবে এই সংস্থার ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে।

ইসরায়েল দাবি করেছে, ত্রাণ পাওয়ার আগে বায়োমেট্রিকসহ নানা যাচাই-বাছাই পদ্ধতি চালু করা হবে, যাতে হামাস-সংশ্লিষ্ট কেউ ত্রাণ না পায়। এ নিয়ে অনেক ফিলিস্তিনি পক্ষপাতমূলক আচরণের আশঙ্কা প্রকাশ করেছেন।

এর আগে, ২৮ মে জিএইচএফ পরিচালিত আরেকটি ত্রাণকেন্দ্রের কাছাকাছি ইসরায়েলি হামলার অভিযোগে তিনজন ফিলিস্তিনি নিহত এবং ৪৬ জন আহত হয়েছিলেন বলে হামাস জানায়। তবে জিএইচএফ পরে সেই অভিযোগ অস্বীকার করে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ত্রাণ নিতে হাজারো মানুষ জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাঁটির বাইরের এলাকায় সতর্কতামূলক গুলি চালানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা, বাস্তুচ্যুত হয়েছেন অঞ্চলটির ৯০ শতাংশ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *