ন্যাশনাল ডেস্ক : দেশে চলমান মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সে যেই হোক, যদি আত্মীয়ও হয় তাকে ছাড় দেয়া হবে না।
বুধবার হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মাদক, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। অভিযান চলমান থাকবে। সে যেই হোক, যে দলেরই হোক না কেন, সে যদি আত্মীয়ও হয় তাকে ছাড় দেয়া হবে না।
বিদেশ থেকে স্যাটেলাইট ভাড়া করার কথা স্মরণ করিয়ে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আত্মমর্যাদা নিয়ে বাঁচার সুযোগ পেয়েছি।