

ডিপি ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে শসা চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর দক্ষিণপাড়ায় প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার রাতের দিকে সুহেল মিয়ার জমি থেকে হৃদয় মিয়া নামের এক যুবক শসা চুরি করে বলে অভিযোগ ওঠে। সুহেল মিয়ার পরিবারের দাবি, চুরির সময় হৃদয়কে তারা হাতেনাতে ধরে ফেলেন এবং পরে হৃদয়ের পরিবারকে বিষয়টি জানানো হয়। হৃদয়ের পক্ষের লোকজন এরপর ঘটনাটির জন্য ক্ষমা চায় এবং হাত ধরে ক্ষমা প্রার্থনা করে। তবে এ ঘটনার হাত ধরা কে অপমান হিসেবে নেন হৃদয়ের পক্ষের মাতব্বর মীর্জা আলী। তিনি বিষয়টি দেখে নেওয়ার হুমকি দেন।
এ ঘটনার পরপরই গতকাল সোমবার রাতেই উভয় পক্ষ তাদের গোষ্ঠীর লোকজন নিয়ে একাধিকবার বৈঠক করে। এর জের ধরে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং শুরু হয় সংঘর্ষ। দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের একটি অংশকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা চিকিৎসা নিচ্ছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, শসা চুরির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৫০-এর বেশি বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।











