২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২৬ জন, মৃত্যু ১ জন

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনার কারণে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো কভিড বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে চারজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) করোনাভাইরাসে দুজনের মৃত্যুর তথ্য জানানো হয়। তবে শনিবার কারো মৃত্যু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *