ভোট দেখতে সকালেই বের হবেন সিইসি ও ইসিগণ

অনলাইন ডেস্ক :

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল ৮টায় শুরু হবে। সংসদ ভোটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারগণ (ইসি) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপর তারা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভোট দেখতে বের হবে। 

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সকাল ৮টা ৩০ মিনিটে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে ভোট দেবেন।

ইসি বেগম রাশেদা সুলতানা মিরপুরের দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইসি আনিছুর রহমান ধানমন্ডির ঢাকা সিটি কলেজে, ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান মিরপুর ডিওএইচএসের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং ইসি মো. আলমগীর উত্তরা দিয়াবাড়ি একটি কেন্দ্রে ভোট দেবেন। 

নির্বাচন কমিশনারদের ব্যক্তিগত সহকারীরা জানিয়েছেন, তারা সকালে ভোট দিয়ে অফিসে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *