গাজায় ইজরায়েলির হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক :

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর আবারও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৪৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মঙ্গলবার (১৭ জুন) গাজার দক্ষীণাঞ্চলের খান ইউনিসের আল-তাহলিয়া গোলচত্বরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আল-তাহলিয়া গোলচত্বরে কয়েক হাজার ফিলিস্তিনি খাবার সংগ্রহের জন্য জড়ো হয়েছিলো, এরমধ্যেই হঠাৎ ইসরায়েলি সেনারা গুলি শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় নাসের হাসপাতালের জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং অপারেশন থিয়েটারে উপচেপড়া ভিড় তৈরি হয়েছে।

গতকাল সোমবার এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেছেন, ইসরায়েলের যুদ্ধের উপায় এবং পদ্ধতি গাজার ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ, অযৌক্তিক দুর্ভোগ ডেকে আনছে।

উল্লেখ্য, ২০ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে কয়েক হাজার শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *